Header Ads Widget

Responsive Advertisement

কুলাউড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: যুক্তিতে মুখরিত হবে ১৭ মে

কুলাউড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: যুক্তিতে মুখরিত হবে ১৭ মে
 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৪ মে) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন

কমিটির সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শনিবার (১৭ মে) সকাল ১০টায় কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন—
কমিটির সহ-সভাপতি ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,
কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আখন্দ জান্নাতুল মাওয়া,
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন,
এবং সাংবাদিক মাহফুজুর রহমান প্রমুখ।



Post a Comment

0 Comments